Logo

দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ, সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ, সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে সকালে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের একাদশে রয়েছে তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাশ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসাইন।

মাত্র ৮ রানের মাথায় সাইফ হাসানের উইকেট হারানোর পর কিছুটা চাপে পরে যায় বাংলাদেশ। তবে তামিম ইকবালের আক্রমনাত্বক ও নাজমুল হোসাইন শান্তর ঠান্ডা মাথার ব্যাটিং-এ সে চাপ কাটিয়ে উঠে বাংলাদেশ।

৯০ রানে তামিম ইকবাল আউট হওয়ায় তামিম ইকবাল ও নাজমুল হোসাইন শান্ত’র মধ্যে গড়ে উঠা ১৪৪ রানেট জুটি ভেঙে যায়।

এরপর মাঠে নামেন মুমিনুল হক। মুমিনুল হক ও নাজমুল হোসাইন শান্তর মাঝে অপরাজিত ১৫০* রানের জুটি গড়ে উঠেছে।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তরুণ ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত। দিন শেষে ১২৬* রানে অপরাজিত রয়েছেন তিনি। মুমিনুল হক অপরাজিত রয়েছেন ৬৪* রানে।

প্রথম দিন শেষে বাংলাদেশ দলের রান: ৩০২-২
তামিম ইকবাল- ৯০, সাইফ হাসান- ০ , নাজমুল হোসাইন শান্ত- ১২৬*, মুমিনুল হক- ৬৪*

শ্রীলঙ্কার পক্ষে ২ উইকেট পেয়েছেন বিশা ফারনেন্দো।

সংবাদটি শেয়ার করুন


এ সম্পর্কিত আরও সংবাদ

লাইক দিয়ে সাথে থাকুন।

Theme Created By Tarunkantho.Com